মালদা

আত্মরক্ষা প্রশিক্ষণে মানুষকে আগ্রহী করতে আইহোতে অনুষ্ঠিত হল টাইকুন্ডো শিবির

আইহোর এক সংস্থার উদ্যোগে রবিবার এক টাইকুন্ডো প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই সিবিরটি অনুষ্ঠিত হয় আইহো স্কুলের খেলার মাঠে। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানের আত্মরক্ষা মেডিটেশন প্রশিক্ষক, অঞ্চলের প্রধান ও অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে বহু মানুষ অংশ গ্রহণ করেন। ৫ বছর থেকে ৩০ বছরের ছাত্র ছাত্রীরা এদিন স্কুলের মাঠে আত্মরক্ষা ও মেডিটেশন কৌশল প্রদর্শন করে।
    এই শিবিরে উপস্থিত টাইকুন্ডো ক্যাম্পের বেঙ্গল এরিয়ার সেকেটারি রামাশিষ দাস জানান, আজকাল গ্রামে বা শহরে বিভিন্ন এলাকায় বিশেষ করে মেয়েদের যে ভাবে নির্যাতিত হতে হয় তা লক্ষ রেখে আইহোর একটি সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। তিনি আরও বলেন এই গ্রামে আরও বহু মেয়ে ও মহিলা রয়েছে যারা আত্মরক্ষা কৌশল শিক্ষায় আগ্রহী। তাই বহু মানুষ এদিন এখানে উপস্থিত হয়েছিলেন কিছু শেখার উদ্দেশ্যে নিয়ে। যেন বিপদে পড়লে তারা নিজেদের আত্মরক্ষা করতে পারে। তাই এদিন তারা এই স্কুলে অনুষ্ঠানে এদিন যোগদান করতে আসেন।
     এর পাশাপাশি বহু শিশু আঁকা, নাচ, গানের মাধ্যমে এখানে অংশ গ্রহণ করেছিল। খেলার প্রতি সমাজের যুবাদের আগ্রহ বাড়াতে এবং বিভিন্ন ভাবে তারা আত্মরক্ষার কৌশল শিখে দেশের নাম এর পাশাপাশি রাজ্যে ও জেলার নাম উজ্জ্বল করুক তাই এমন শিবির অনুষ্ঠিত হওয়া দরকার। আত্মরক্ষা শেখানোর সাথে সাথে মানুষকে আগ্রহী করে তোলাই তাদের উদ্দেশ্যে। এদিন প্রায় হাজার হাজার মানুষ জেলার বিভিন্ন জায়গা যেমন- বুলবুলি, ফারাক্কা, কালিয়াচক,গাজোল, প্রচুর মানুষ আসে।